‘খাদ্যের অধিকারঃ সুন্দর জীবন ও ভবিষ্যতের জন্য’ এ প্রতিপাদ্যেকে সামনে রেখে রাজবাড়ীতে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব খাদ্য দিবস-২০২৪ পালিত হয়েছে।
বুধবার (১৬ই অক্টোবর) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
দিবসটির সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের কোর্ট চত্ত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, পাংশা উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমান। এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে খাদ্যের গুণগত মান পরীক্ষায় ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন করা হয়।