রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭শে অক্টোবর) বিকেল ৫ টায় বালিয়াকান্দি সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
বালিয়াকান্দি উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাফর আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জি: মো: আমিনুর রহমান ঝন্টু।
এসময় বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম শওকত সিরাজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান মিয়া (আসাদ)সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূঁইয়া , সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মন্ডল, ফরিদ আহমেদ আশিক, রাজবাড়ী জেলা যুবদলের সদস্য মো: আমিনুল ইসলাম, যুবদল নেতা মোঃ মিজান, মোঃ আনোয়ার সহ উপজেলার যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।