ফরিদপুরের মধুখালী উপজেলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭শে অক্টোবর) সকাল ১১টায় উপজেলার নিউ জননী ডায়াগনষ্টিক হাসপাতালের সামনে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
মধুখালী উপজেলা যুবদলের আহবায়ক এস.এম মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল কাসেম আবুল, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু রায়, শরিফুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ সতেজ, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সাগর সহ প্রমুখ।
মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষকদলের আহব্বায়ক মেহেদী হাসান মুন্নু, পৌর কৃষকদলের আহব্বায়ক নুরনবী মিয়া, উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহম্মেদ শিমুল, পৌর যুবদলের আহব্বায়ক মিজানুর রহমান কালা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক আকরাম খান সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন ছাত্রদল নেতা সাদ্দাম আরেফিন, রজব সহ প্রমূখ উপস্থিত ছিলেন।