রাজবাড়ীতে ছিনতাই হওয়া ২৩৩ বস্তা চিনি সহ ট্রাক, চিনি বিক্রয়ের ২লক্ষ নগদ টাকা ও ৯লক্ষ টাকার একটি ব্যাংক চেক যশোর জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় ছিনতাই ঘটনার সাথে জড়িত ৫জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৯শে অক্টোবর) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন।
গ্রেফতারকৃতরা হলো যশোর জেলার কোতয়ালী থানাধীন কচুয়া গ্রামের মো: কুদ্দুস খানেন ছেলে শামীম রেজা (৩৪), একই গ্রামের মৃত ওমর আলির খানের ছেলে নাজিম খান (৩৮), মনসেপুর গ্রামের মো: ইউনুস মোল্লার ছেলে আলমগীর হোসেন (৩৩), কেশবপুর থানাধীন মধ্যকুল সরদারপাড়া গ্রামের মো: লিয়াকত আলী সরদারের ছেলে ট্রাক ড্রাইভার আবুল বাশার (৩০) ও একই গ্রামের মৃত ওয়াজেদের ছেলে মোঃ বাবু মিয়া (২৫)।
গত রবিবার (২৭শে অক্টোবর) সিলেটের কোতয়ালী থানাধীন শেখঘাট কলাপাড়া এলাকার মো: ইব্রাহিম বেপারীর ছেলে মো: তানজিল ইসলাম বেপারী বাদী হয়ে রাজবাড়ী থানায় অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী তানজিল ইসলাম বেপারী জননী ফুড প্রোডাক্ট মো: আলী হোসেন সরকারের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছ, গত ২৪শে অক্টোবর বিকাল ৫টায় জননী ফুড প্রোডাক্ট কোম্পানীর খাদিমনগর বিসিক হতে ৪০০ (চারশত) বস্তা চিনি (ঢাকা মেট্রো-ট-২২-৯৯৭০) ট্রাক ভর্তি করে রংপুর যাওয়ার উদ্দেশ্যে সিলেট হতে রওনা দেন। ট্রাক ভর্তি চিনির বাজার দর ২৪ লক্ষ ৬০হাজার টাকা। গত ২৬শে অক্টোবর দিবাগত রাত ২টার দিকে চিনি ভর্তি ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বড় ব্রিজ এলাকায় পৌছায়। এসময় অজ্ঞাতনামা ব্যক্তি ট্রাকের সামনে প্রাইভেটকার দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ট্রাকটি থামিয়ে কোম্পানীর শ্রমিক মোঃ সারোয়ার হোসেনকে জোরপূর্বক ট্রাক হতে নামিয়ে দেয়। পরে কোম্পানী শ্রমিক সারোয়ার হোসেনকে হাত পা বেধে ফরিদপুর সদর থানাধীন কানাইপুর হোসেন ফিলিং স্টেশনের রাস্তার পাশে ফেলে রাখে এবং ট্রাক সহ চিনি নিয়ে আসামীরা পালিয়ে যায়।
রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন জানান, এ ঘটনায় প্রেক্ষিতে গত ২৭শে অক্টোবর তানজিল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর রাজবাড়ী জেলা পুলিশের একটি চৌকস দল গত ২৮শে অক্টোবর রাতভর যশোর জেলার কোতোয়ালী মডেল থানা, অভয়নগর থানা ও কেশবপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫জন আসামীকে গ্রেফতার করা হয়।
এসময় আসামীদের দেয়া তথ্যমত ২৩৩ বস্তা লুষ্ঠিত চিনি, চিনি বিক্রয় করা ২লক্ষ নগদ টাকা ও চিনি পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: শরীফ-আল-রাজীব, রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।