রাজবাড়ী জেলার ২৫তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বুধবার (৩০শে অক্টোবর) রাষ্ট্রপতির আদেশ ক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাজবাড়ী সহ আট জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।
জানা গেছে, রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ২৫তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ২০০৬ সালে সিভিল সার্ভিসে চাকুরীর শুরুতে লালমনিরহাট জেলার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। এরপর তিনি একই কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) হিসেবে কর্মরত ছিলেন।
এরপর তিনি নীলফামারী জেলার নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি), পরবর্তীতে তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হিসেবে যোগদান করেন। সেখান থেকে তিনি মৌলভীবাজার সদর সহকারী কমিশনার(ভূমি) হিসেবে বদলি হন। সেখান থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইউএনও, এরপর নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যে উচ্চতর ডিগ্রী অর্জনে গমন করেন। টানা এক বছর পর দেশে ফিরে তিনি নৌ-পরিবহন মন্ত্রনালায়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০২২ সালে উপ-সচিব হিসেবে পদন্নোতি পান।
রাজবাড়ীর নবাগত মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স-মাস্টার্স শেষ করেন। তার জন্মস্থান টাঙ্গাইল জেলায়। তার সহধর্মিনী গৃহিণী।
রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, তিনি জেলা প্রশাসক হিসেবে পদায়নের আদেশ হাতে পেয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই তিনি রাজবাড়ী জেলায় যোগদান করবেন।
জানা গেছে, গত ১০ই সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানকে পাবলিক প্রাইভেট পার্টনারশীপ কর্তৃপক্ষের পরিচালক পদে বদলি পূর্বক প্রেষণে পদায়ন করা হয়।
একই দিনে রাষ্ট্রপতির আদেশক্রমে অপর এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক(ডিসি) নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে আরপিএটিসির উপ-পরিচালক মনোয়ারা বেগমকে রাজবাড়ীর ডিসি হিসেবে বদলি পূর্বক পদায়ন করা হয়।
কিন্তু তার একদিন পরেই ১১ই সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাজবাড়ীসহ ৮টি জেলার ডিসি পদের নিয়োগ বাতিল করা হয়। এর মধ্যে রাজবাড়ীর নিয়োগকৃত ডিসি মনোয়াররা বেগমের নিয়োগ বাতিল করা হয়।
এদিকে গত ১৪ই সেপ্টেম্বর সকালে বিদায়ী জেলা প্রশাসক আবু কায়সার খান রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের কাছে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদিতে রাজবাড়ী থেকে অবমুক্ত হন। গত ১৪ই সেপ্টেম্বর থেকে অধ্যবদি সিদ্ধার্থ ভৌমিক ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন।