রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৮০ হাজার মিটার দৈর্ঘ্য নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ।
বুধবার (২৬শে নভেম্বর) সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌ-পুলিশের এস.আই মোঃ আব্দুল জলিল বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে পদ্মা/যমুনার মোহনায় বিভিন্ন স্থান টহল কালীন সময়ে প্রায় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ লক্ষ টাকা।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনর্চাজ(ওসি) ইমরান হোসেন তুহিন বলেন, দৌলতদিয়া পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ও জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।