রাজবাড়ী জেলা পুলিশের রিজার্ভ অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন।
রবিবার (১লা ডিসেম্বর) সকালে ডিআইজির রাজবাড়ী জেলা সফর উপলক্ষ্যে পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার মোছা: শামীমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি কেএম আওলাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা রেঞ্জের ডিআইজি পুলিশকে জনতার বন্ধু হয়ে সততা, নিষ্ঠা, পেশাদারিত্বের সাথে কাজের মাধ্যমে পুলিশ ও জনগণের সুসম্পর্ক বজায় রাখা সহ পুলিশের ইমেজ বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি সভায় রাজবাড়ী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স, সিভিল স্টাফগণ তাদের পেশাগত বিভিন্ন প্রতিবন্ধকতা/সমস্যা দুরীভূত করা, বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি, মাঠ পর্যায়ে কাজের প্রতিবন্ধকতা সহ সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন। ডিআইজি মহোদয় মনোযোগ সহকারে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।
এর আগে ঢাকা রেঞ্জের ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন। এরপর রাজবাড়ী জেলা পুলিশের একটি চৌকস দল ঢাকা রেঞ্জ ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি রিজার্ভ অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেন।
বিশেষ কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অপরাধ সভায় অংশগ্রহণ করেন ঢাকা রেঞ্জ ডিআইজি।
এ সভায় তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিবারণ, নিয়ন্ত্রন এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিআইডি, রাজবাড়ীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জেলার সকল থানা-ফাঁড়ি, ডিবি, ডিএসবি, ট্রাফিক, সদর কোর্ট, পুলিশ লাইন্স, পুলিশ অফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।