রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২রা ডিসেম্বর) বিকাল ৫টায় শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদীজয়পুর ক্লাব মাঠে এ সভার আয়োজন করে ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম শফিউদ্দিন আহমেদ (কাশেম)।
শহীদওহাবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান মন্ডল, সাবেক সহ-সভাপতি আ: আজিজ মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক আ: রব শেখ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুস সালাম শেখ সহ প্রমুখ।
এসময় শহীদওহাবপুর ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো: আজাদ সরদার, সাংগঠনিক ছাত্তার আলি শেখ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ইব্রাহিম সরদার, সাবেক সাধারণ সম্পাদক মো: ফজলুল হক সোবাহান সহ, ৩নং ওয়ার্ড শ্রমিক দল নেতা জাহাঙ্গীর শেখ, লতিফ মৃধা, আজাদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদওহাবপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আ: আব্দুর রশিদ ও জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান হাসান।
কর্মী সভায় শহীদওহাবপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।