রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, যদি প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে আমরা সুস্থ সমাজ গঠন করতে চাই, সুস্থ সন্তান পৃথিবীতে আনতে চাই, তাহলে আগে সমাজটাকে সুস্থ করতে হবে। সমাজের সকলকে সুস্থ মানসিকতা নিয়ে থাকতে হবে। আমাদের যদি প্রতিবন্ধী বাচ্চাদের ভালোবাসা দেই তাহলে তাদের প্রতিভা বিকশিত হবে। আমরা বিশ্বাস করি, কোন প্রতিবন্ধী সন্তানই আমাদের সমাজের বোঝা হবে না।
মঙ্গলবার (৩রা ডিসেম্বর) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় জেলা প্রশাসক আরো বলেন, পরিবারের একজন অসুস্থ হলে যেমন পরিবার সুস্থ থাকবে না। তেমনি সমাজের একটা অধ্যায় যদি অসুস্থ হলেও সুন্দর সমাজ হবে না। দেশের একটা সমাজ যদি অসুস্থ হয় তাহলে একটি সুন্দর দেশ গঠন হবে না। তাই সুন্দর দেশ গড়তে গেলে আমাদের সবাইকে সুস্থ হতে হবে। সেই সুস্থ দেশ আমরা কী ভাবে গড়তে পারি আমাদের সবার সেই মানসিকতা নিয়ে আগামী দিনে কাজ করবো।
‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বক্তব্য শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি চিত্রাঙ্কনে বিজয়ী ১০জন প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফ আল রাজিব পিপিএম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ: ইব্রাহিম টিটন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়েত মো: ফেরদৌস, হাসপাতাল সমাজসেবা অফিসার বোরহান উদ্দিন হাওলাদার, এনজিও প্রতিনিধি লুৎফর রহমান লাবু সহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখবেন রাজবাড়ীর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা: নাসির উদ্দিন।