রাজবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে দুই দোকানীতে ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩রা ডিসেম্বর) সদর উপজেলার সুলতানপুর বাজার,বারবাকপুর বাজারস্থ এলাকা এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, সদর উপজেলার সুলতানপুর বাজারস্থ মেসার্স সাহেরা এন্টারপ্রাইজকে ৫হাজার টাকা ও বারবাকপুর বাজারস্থ সাহা স্টোরকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
রাজবাড়ীর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।
বাজার তদারকি অভিযান পরিচালনা কালে রাজবাড়ী সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সেলিম উদ্দিন, শিক্ষার্থী প্রতিনিধি শীতল গাজী, পুলিশ লাইন্সের এস.আই মোঃ মুক্তার আলী উপস্থিত ছিলেন।
বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।