বৈশাখী আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে বাংলা নববর্ষ-১৪৩২ বরণে বাঙালির প্রাণের উৎসব উদযাপন করা হয়েছে।
সোমবার ( ১৪ই এপ্রিল) সকাল সাড়ে ৮টায় রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেটের আম্রকানন চত্ত্বর থেকে বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের পান্না চত্ত্বর মোড় ঘুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক, রং-বেরঙের প্লেকার্ড-ফেস্টুন, গ্রামীণ বাংলার ঐতিহ্য জেলে, পালকি, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি সহ বিভিন্ন বিষয় তুলে ধরে অংশগ্রহণ করে।
বৈশাখী আনন্দ শোভাযাত্রায় জেলা প্রশাসক সুলতানা আক্তার, সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণসহ সর্বস্তরের মানুষ অন্যান্যরা অংশগ্রহণ করে।
শোভাযাত্রা শেষে সকাল ৯টায় রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে জাতীয় সংগীত ও বেলুন উঠিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বাংলা নববর্ষ উপলক্ষ্যে এ মাঠে তিন দিনব্যাপী লোজক মেলার বিভিন্ন অনুষ্ঠানের উদ্ধোধন করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, রাজবাড়ীবাসীকে বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভেচ্ছা জানাচ্ছি। অসাম্প্রদায়িক বাংলাদেশের একটি উৎসব হচ্ছে বাংলা নববর্ষ। আজকে থেকে আমরা নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দের যাত্রা শুরু করছি। ১৪৩১ বঙ্গাব্দের আমাদের ভূল, ত্রুটি, মার্জনা, গ্লানি সব শেষ করে আমাদের ১৪৩২ বঙ্গাব্দ যেনো আমাদের জন্য মঙ্গলময় হোক, দেশের জন্য মঙ্গলময় হোক, রাজবাড়ীবাসীর জন্য মঙ্গলময় হোক এটাই আমাদের প্রত্যাশা।