‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুর উপজেলাতে তিন দিন ব্যাপী ভূমি মেলা-২০২৫ উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫শে মে) সকালে দুর্গাপুর উপজেলা ভূমি অফিসের চত্তরে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা ভুমি অফিস।
আয়োজিত তিনদিন ব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন করেন দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ।
এ সময় অতিথি হিসেবে দূর্গাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরে-এ-শেফা, উপজেলা হিসাবরক্ষণ অফিসার বাবুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রজব আলী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভূমি মেলা উপলক্ষ্যে উপজেলার লক্ষণখলসী ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা ইমান আলী, সিংগাহাট ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা নরশাদ আলী, উজানখলসী ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা হেলাল শেখ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।