জামালপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে হয়েছে।
শুক্রবার (৩০মে) বাদ জুম্মা জামালপুর শহরের ঢাকায় পট্টি এলাকায় ৮০ ও ৯০ দশক, বর্তমান বিএনপির অঙ্গ অসহযোগী সংগঠন নেতৃবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
জামালপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও বিএনপি যুব বিষয়ক সম্পাদক ইকরামুদৌল্লা সিদ্দিকী ময়নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও জেলা বিএনপি’র আহ্বায়ক সিরাজুল হক।
এসময় নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও শহর বিএনপির আহ্বায়ক এনএন তাপস পাঠান, শহর বিএনপি’র যুগ্ম আহবায়ক মনু চৌধুরী, জেলা জাসাসের সাবেক সভাপতি হাফিজুর ইসলাম সজল, ছাত্র নেতা একরামুল হক খান সজীব, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবু দিলীপ কুমার দে, ছাত্রনেতা জয়নাল হোসেন, যুব নেতা আমজাদ হোসেন বাদল, সৈয়দ হাসানুর রশিদ নিপু, জাকিরুল ইসলাম সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে আয়োজিত দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয়। পরে হত দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।