রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষ্যে পরিষদের ১১০১জনের মাঝে প্রধামন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
১৩ই জুন, বৃহস্পতিবার সকাল ৯টায় রামকান্তপুর ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়।
এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রামকান্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাজিব মোল্লা বাবু।
এসময় ভিজিএফ’র চাল বিতরণ কালে রামকান্তপুর ইউনিয়ন পরিষদে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কানিজ মওলা।
চাল বিতরণকালে রামকান্তপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন রাজবাড়ী সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন।
ইউনিয়ন পরিষদের সচিব শঙ্কর কুমার সরকার বলেন, অসহায় ও অতিদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে প্রতি বছর দুইটি ঈদে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। এ ইউনিয়নে ১১০১জনের মাঝে চাল বিতরণের লক্ষ্যে নির্ধারিত পরিমাপ ১০কেজি চাল মেপে প্যাকেট করা হয়। যাতে করে উপকার ভোগীদের দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে ভোগান্তিতে পড়তে না হয় সে কারণে আগে থেকেই প্যাকজ করেছি।
একাধিক উপকার ভোগীরা বলেন, আর ৪দিন পর কোরবানির ঈদ। ঈদের আগ মুহুর্তে ভোগান্তি ছাড়া ইউনিয়ন পরিষদে এসেই বিনামূল্যে ১০কেজি ভিজিএফ’র চাল পেয়েছি। ঈদের আগে এ চাল পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।