রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা রাব্বানীকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দরা।
গত ২৪ শে জুন বিকাল ৩ টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম গোয়ালন্দ উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যাদের শপথ বাক্য পাঠ করান।
ঢাকা থেকে নিজ উপজেলা গোয়ালন্দে ফিরতে ২৬শে জুন, বুধবার বিকেল ৫ টায় তারা ফেরি যোগে উপজেলার দৌলতদিয়ার ৪ নং ফেরি ঘাটে পৌছান। এ সময় উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সকল সংগঠন ও সাধারন জনতা তাদেরকে স্বাগত জানান এবং স্রোগানে স্লোগানে ফেরিঘাট এলাকা মুখরিত করে তোলে।
পরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাসহ তাদেরকে শহরের গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। পরে আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচিত তিন নেতাকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস হোসেন মোল্লা।
এসময় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতৃবৃন্দ।