পদ্মা নদী তীরবর্তী এলাকায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৃদ্ধি পেয়েছে বিষধর রাসেলস ভাইপার সাপের উপদ্রব।
এ অবস্থায় ২৭শে জুন, বৃহস্পতিবার বিকালে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকদের সুরক্ষায় ১০০জনের মাঝে গামবুট বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী কৃষকদের হাতে এ বিশেষ জুতা তুলে দেন।
এসময় প্রাথমিক ভাবে উজানচর ইউনিয়নের মজলিশপুর চরাঞ্চলের ১০০জন কৃষকের মাঝে এ জুতা বিতরণ করা হয়।
জানা গেছে, পদ্মা নদী তীরবর্তী গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থান থেকে অন্তত ২০/২৫ টি বিষধর রাসেলস ভাইপার সাপ জনতার হাতে মারা পড়েছে।
অপরদিকে রাসেলস ভাইপারের কামড়ে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১জন নারী এবং উজানচর ইউনিয়নে ৩ জন পুরুষ সহ মোট ৪ জন মারা গেছেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আফরোজা রাব্বানী উপস্থিত ছিলেন।
এছাড়া এ অনুষ্ঠানে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ শরিফুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। আজকে প্রাথমিক ভাবে ১০০জন কৃষককে গামবোট দেয়া হলো। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আরো কৃষকদের মাঝেও বিতরণ করা হবে।