রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসী সম্রাট বাহিনীর সদস্য মোঃ ইমন মন্ডল (১৯) নামক এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তিনটি অবৈধ একনলা বন্দুক উদ্ধার করে পাংশা মডেল থানা পুলিশ।
বুধবার (৩রা জুলাই) এ তথ্যটি বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার।
গত মঙ্গলবার (২রা জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের পূর্বপাড়ায় অভিযান চালিতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের কলিমহর পূর্বপাড়া গ্রামের মোঃ মনিরুল ইসলাম ওরফে জিন্নাহ মন্ডলের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পাংশা থানাধীন কলিমহর পূর্বপাড়া এলাকার মোঃ মনিরুল ইসলাম ওরফে জিন্নাহ মন্ডল বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসী সম্রাট বাহিনীর সদস্য মোঃ ইমন মন্ডলকে গ্রেফতার ও তার কাছে গুচ্ছিত রাখা তিনটি একনলা বন্দুক স্থানীয় নাছির উদ্দিন মন্ডলের পুকুর পাড়ের লুকিয়ে অবস্থায় উদ্ধার করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে ধৃত আসামী মোঃ ইমন মন্ডলের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যহত থাকবে।