রাজবাড়ীতে সামাজিক সংগঠন আইডিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) দুপুরে টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ খাদ্য বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাহিদুল আলম রাজু এ খাদ্য বিতরণ করেন। এসময় শতাধিক নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ইছহাক শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ইছহাক শেখ বলেন, আইডিয়াল ফাউন্ডেশন অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত একটি সংগঠন। এ সংগঠনের কিছু পরিকল্পনা রয়েছে যেমন-আইডিয়াল বৃদ্ধাশ্রম, অ্যাম্বুলেন্স সেবা প্রদান, এলাকার দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত, দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের ব্যবস্থা, মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করা।