রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ই ফেব্রুয়ারি) বিকালে বালিয়াকান্দি শিশুপার্ক চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অধিদপ্তর।
বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক শহিদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার সহ প্রমুখ।
অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা কৃষি উপসহকারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন এলাকার কৃষক কৃষানীরা প্রমূখ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে এ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।