রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টার প্রেরণরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় পার্টনার কংগ্রেস -২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২রা জুন) দুপুর ১২টায় বালিয়াকান্দি উপজেলা চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে এ পার্টনার কংগ্রেস সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান।
এসময় বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রিন্স আল মামুন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, খামারি ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, নতুন নতুন জাতের সম্প্রসারণ, কৃষিতে জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধিসহ কীটনাশকের ব্যবহার কমানো, চাষাবাদে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে নিয়ে এ সভার আয়োজন করা হয়।