রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নে একদিনেই পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী ও বৃদ্ধসহ অন্তত ১০জন আহত হয়েছে।
সোমবার (২রা ডিসেম্বর) সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সুজানগর ও শরিষা ইউনিয়নের রূপিয়াট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে রয়েছে।
আহতরা হলো- সুজন (১১), মারিয়া (৪), ফাহমিদা (১২), জান্নাত(১০), অমর ওসমান (২৭), স্বাধীন (২৩) বকুল মিয়া (৮০),কাশেম আলী (৫৩)। এছাড়াও বাকি দুইজনের নাম জানা যায়নি।
আহতদের স্বজনের মাধ্যমে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ তিতুমীর বিশ্বাস বলেন, রবিবার ভোর থেকে একটা কুকুর মানুষ দেখলেই কামড়াতে শুরু করে। সরিষা ইউনিয়নের রুপিয়াট এলাকা থেকে শুরু করে বাবুপাড়া ইউনিয়নের সুজানগর এলাকার নারী, শিশুসহ ১০ জন আক্রমণের শিকার হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।
পাংশা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইবাদত হোসেন বলেন, সকাল থেকে ১০ জন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। হাসপাতাল থেকে আহতদের প্রাথমিক চিকিৎসা ও টিকা দেওয়া হয়েছে।