ঈদুল আযাহা উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নে ১১৬৭জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
১৩ই জুন, বৃহস্পতিবার সকালে বানিবহ ইউনিয়ন পরিষদের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন বানিবহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছাঃ শেফালী আক্তার। এসময় ইউনিয়নের ১১৬৭জন হতদরিদ্র ও অসহায়দের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হয়।
চাল বিতরণকালে এ কার্যক্রম পরিদর্শন করেন রাজবাড়ী সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন। এ সময় বানিবহ ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার দায়িত্ব পালন করেন জাহিদুল ইসলাম।
ভিজিএফ বিতরণ কালে ইউনিয়ন পরিষদ সচিব মুহাম্মদ সিরাজুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সহ প্রমুখ উপস্থিত ছিলেন।