রাজবাড়ী সদর উপজেলার বড় বাজারস্থ পালপট্টিতে বাজার তদারকি অভিযান পরিচালনা করে তিন দোকানীতে ১৬হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ই নভেম্বর) রাজবাড়ী জেলা ‘বিশেষ টাস্কফোর্স’ কমিটির সদস্যবৃন্দের অংশগ্রহণে এ বাজার তদারকি অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, রাজবাড়ীর বড় বাজারস্থ পালপট্টির মেসার্স সজিব স্টোরকে ২ হাজার, মেসার্স মোসলেম স্টোরকে ২ হাজার, মেসার্স হক কৃষি ভান্ডারকে ১২হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ বাজার তদারকি অভিযানে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ উমর ফারুক, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক, পুলিশ লাইন্সের এএসআই মো: মোস্তাফিজুর রহমান, শিক্ষার্থী প্রতিনিধি শীতল গাজী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।