রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া বাজারস্থ তিন দোকানীকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৬ই নভেম্বর) রাজবাড়ী জেলা ‘বিশেষ টাস্কফোর্স’ কমিটির সদস্যবৃন্দের অংশগ্রহণে এ বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া বাজারস্থ মেসার্স আল-মদিনা ফার্মেসীকে ৬হাজার টাকা, কালাম মিষ্টি ঘরকে ১হাজার টাকা, মোশারফ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
বাজার তদারকি কার্যক্রমে রাজবাড়ী সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সেলিম উদ্দিন, শিক্ষার্থী প্রতিনিধি শীতল গাজী, পুলিশ লাইন্সের এএসআই মোঃ রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।