রাজবাড়ী সদর উপজেলার নতুন বাজার মুরগির ফার্ম, বাগমারা এলাকার তিনটি দোকানীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার(২রা অক্টোবর) জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে এ জরিমানা করা হয়।
এ বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে রাজবাড়ী সদর উপজেলার নতুন বাজার মুরগির ফার্ম এলাকার রাজবাড়ী কৃষি ঘর দোকানীকে ২ হাজার টাকা, বাগমারা মোড়স্থ মেসার্স দাস ফার্মেসীকে ৩ হাজার টাকা ও শাজাহান স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।