রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে যৌথবাহিনীর অভিযানে রান্না ঘরে তল্লাশি চালিয়ে ওয়ান শুটারগান ও গ্রেনেড সাদৃশ্য বোমা সহ মুদি দোকানি সামছুল আলম বিশ্বাস (৫০) এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ১টি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান ও ৪টি গ্রেনেড সাদৃশ্য বোমা উদ্ধার করা হয়।
শুক্রবার (৭মার্চ) দিবাগত রাত ৪ টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিশ্বাস পাড়া এলাকার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (৮ মার্চ) দুপুরে শামসুল আলমকে আদালতে সোপর্দ করে থানা পুলিশ।
গ্রেফতারকৃত মুদি দোকানি সামছুল আলম বিশ্বাস উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের বিশ্বাস পাড়া গ্রামের সাদেক আলী বিশ্বাসের ছেলে ও নারুয়া বাজারে তার মুদি দোকানি।
বালিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার (৭ মার্চ) দিনগত রাত ৪ টার দিকে নারুয়া ইউনিয়নের বিশ্বাসপাড়া এলাকার শামসুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনী। এসময় তার বসতবাড়ি তল্লাশি করে রান্নাঘরের ভেতর থেকে একটি বাজারের ব্যাগে রক্ষিত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও চারটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
আব্দুল্লাহ আল মামুন আরও জানান, শামসুল আলমের বিরুদ্ধে আগের একটি মারামারির মামলা রয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে হয়েছে।