রাজবাড়ীর ঐতিহ্যবাহী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে ভরে গেছে বিদ্যালয়ের মুলফটক সহ প্রাচীর দেয়ালগুলো। একদিকে শিক্ষার্থীদের এ অংকনে বিদ্যালয়ে বেড়েছে সৌন্দর্য্য, অন্যদিকে সড়কে চলাচলরত পথচারীরা হচ্ছেন মুগ্ধ।
গতকাল ১লা সেপ্টেম্বর দুপুরে শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে প্রাচীর দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি অংকনের কর্ম ব্যস্ততা চোখে পড়ে। রঙ তুলির ছোঁয়ায় তারুণ্যের দীপ্তি ছড়াতে বাহারি রঙে দেয়ালকে রঙিয়ে অংকনে মেতেছে তারা।
মনের মাধুরি মিশিয়ে একের পর এক নোংরা দেয়াল ধুয়ে মুছে পরিস্কার করে আঁকছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলছেন বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সুরাইয়া ইয়াসমিন মিম, মোছা: রাইশা ও সপ্তম শ্রেণীর আবিদা আলম, আরশি নূর খেয়া মতো কয়েকজন শিক্ষার্থীরা।
এসব দেয়াল চিত্র দেখলেই মনে হবে মুগ্ধ শহীদ হননি। এই বুঝি ডেকে বলবেন -‘পানি লাগবে কারো, পানি’। বিদ্যালয়ের প্রাচীর দেয়ালে তাকালেই চোখে পড়ে মীর মাহফুজুর রহমান মুগ্ধর এই মুখের কথাটি। ক্ষণিকের জন্য মনে হবে এখনও আবু সাঈদ বুক পেতে দাঁড়িয়ে বলছেন – চালা গুলি, গুলি কর।
এসময় শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের সামনের দেয়ালে পোস্টার, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এসব পোস্টার, বিজ্ঞাপন আর্ট অপসারণ করে সৌন্দর্য বাড়াতেই আমাদের দেয়াল লিখন কার্যক্রম চলছে। দেয়ালে রং করে বিভিন্ন আলপনা, স্লোগান লেখা হচ্ছে।
আরো দেখা যায়, বাংলাদেশের জাতীয় পতাকা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার বিভিন্ন দৃশ্য, জাতীয় পাখি, দেশীয় সংস্কৃতির উপকরণ, আন্দোলনে প্রাণ বিসর্জন প্রদানকারিদের ছবি ও বিক্ষুব্দ শিক্ষার্থীদের বিভিন্ন ছবি অঙ্কন করেছে। শিক্ষার্থীরা এসবই মুগ্ধতায় এঁকে ইতিহাসের সাক্ষী রেখে গেছে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিজয়ের খুশিতে সারা দেশের ন্যায় রাজবাড়ী শহরের বিভিন্ন অলিতে গলিতে গত কয়েক সপ্তাহ ধরে পুরনো নোংরা দেয়াল, বিদ্যালয় ও কলেজ প্রাচীর দেয়ালে গ্রাফিতি অংকন করেছে শিক্ষার্থীরা। শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের করা গ্রাফিতি দেখে অনুপ্রাণিত হয়ে বিদ্যালয়ের দেয়ালে রং তুলিতে গ্রাফিতি ও চিত্রাংকন করার ইচ্ছে প্রকাশ করে শিক্ষার্থীরা। বিদ্যালয় থেকে রং ও তুলির সহযোগিতা পেয়ে গত কয়েকদিন ধরে তারা দেয়ালে সৌন্দর্য্য ফেরাতে কাজ করছে।
পথচারীরা বলেন, কিছুদিন আগেও এসব দেয়ালে ছিল বিভিন্ন পণ্যের বাহারি বিজ্ঞাপনের পসরা। তার পরিবর্তে আজ সেখানে শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রঙ তুলির ছোঁয়ায় ফুটে তুলেছে কোটা আন্দোলনের শ্লোগানসহ দেশের বিভিন্ন চিত্র আর সমাজ সংস্কার মূলক উক্তি। আপনাকে কিছুক্ষণের জন্য যান্ত্রিক জীবন থেকে মুক্তি দেবে এসব দেয়াল চিত্র।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রণব কুমার প্রামানিক, সহকারী শিক্ষক তপন কুমার পাল সহ অন্যান্য শিক্ষকরা বলেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে রং তুলিতে দেয়াল লিখন করছে। সেই সঙ্গে দেয়ালগুলোতে বিভিন্ন চিত্র, উক্তি, ছবি আঁকা হচ্ছে। এটি পরিবেশের জন্য এবং শহর সৌন্দর্যে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ের পর রাজবাড়ী শহরের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীরা গ্রাফিতি অংকন করে। সেগুলো দেখে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হলে, তাদেরকে রং তুলি দিয়ে সহযোগিতা করা হয়। বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের বিভিন্ন উপস্থাপনা দেখতে পেয়ে খুবই আনন্দিত হয়েছি। যেসব শিক্ষার্থীরা তাঁদের রঙ তুলির আচরে ফুটিয়ে তুলেছে আমাদের বিদ্যালয়টি। তাঁদের আগামী পথচলা শুভ হোক।