‘মুক্তাঙ্গন হলো স্কাউটিংয়ের প্রকৃত উদ্দেশ্য এবং সফলতার চাবিকাঠি’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর ডা: আবুল হোসেন কলেজে দিনব্যাপী বার্ষিক ডে ক্যাম্প -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ই নভেম্বর) সকাল ৯টায় ডাঃ আবুল হোসেন কলেজ প্রাঙ্গণে স্কাউট পতাকা উত্তোলন ও প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে দিন ব্যাপী কর্মসূচির উদ্ধোধন করা হয়।
এ অনুষ্ঠান উদ্বোধন করেন রাজবাড়ীর ডা: আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কলেজ রোভার ইউনিট এর সভাপতি চৌধুরী আহসানুল করিম।
ডে ক্যাম্পের রোভার স্কাউটস্ সদস্যদের মাঝে বিভিন্ন দিক নির্দশনামূলক বক্তব্য ও ফাস্ট এইড সেশন পরিচালনা করেন ডা: আবুল হোসেন কলেজ রোভার স্কাউটস্ ইউনিট এর সম্পাদক একেএম সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে রোভার সদস্যের স্কাউটিং বিষয়ে বেসিক ধারণা নিয়ে আলোচনা করে বাংলাদেশ স্কাউট এর উড ব্যাজার নুরুন নাহার রুপা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ডা: আবুল হোসেন কলেজের জৈষ্ঠ্য প্রভাষক ইয়াসমিন আক্তার প্রিয়া, দৈনিক ইত্তেফাক ও দীপ্ত টেলিভিশন রাজবাড়ী জেলা রিপোর্টার মো: মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
আয়োজিত দিনব্যাপী ডে ক্যাম্প পরিচালনা করেন ডা: আবুল হোসেন কলেজের সিনিয়র রোভার মেট মো: সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে রাজবাড়ীর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১৮জন রোভার সদস্য ও ডা: আবুল হোসেন কলেজের ৩২ জন রোভার সদস্য অংশ গ্রহণ করেন।
জানা গেছে, দিনব্যাপী এ অনুষ্ঠানে সকাল থেকে দুপুরে বিভিন্ন সেশন শেষ করে দুপুরের খাবার বিরতি দেয়া হয়। এরপর খেলাধুলা, তাবু জলসা, পুরস্কার বিতরণ ও স্কাউট পতাকা নামানোর মধ্য দিন ব্যাপী এ কর্মশালার সমাপ্ত ঘটে।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন কালুখালি সরকারি কলেজের সিনিয়র রোভার মেট মো: সাব্বির বেপারী, রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সিনিয়র রোভার মেট মো: আলামিন, সাবেক সিনিয়র রোভার মেট রুপক, ডা: আবুল হোসেন কলেজের সাবেক সিনিয়র রোভার মেট সাব্বির শেখ, রোভার মেট সিয়াম রহমান অনিক সহ প্রমুখ।