রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম’র সাথে কলেজের শিক্ষকমন্ডলীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬শে নভেম্বর) দুপুরে ডাঃ আবুল হোসন কলেজের প্রশাসনিক ভবনের নিচতলায় শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ডাঃ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম। কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভার মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ফারুক আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এডহক কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাইয়ার সুলতানা ও শিক্ষক প্রতিনিধি ইয়াসমিন আক্তার সহ এডহক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ডাঃ আবুল হোসেন কলেজের এডহক কমিটির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, যদি কেউ মনে করেন আমি বৈষম্যর শিকার, আমি কোন অন্যায়ের শিকার হচ্ছি এটার সমাধান হবে। একটা সমস্যা যেমন একদিনে হয় না, তেমনি একদিনেই তা সমাধান করা সম্ভব নয়। আমাকে সময় দিতে হবে। আপনাদের যত সমস্যা আছে সব সমাধান করার চেষ্টা করবো। কিন্তু কাঁদা ছুড়াছুড়ি করবেন না।
তিনি আরো বলেন, কলেজের শিক্ষার্থীদের সমস্যা থাকলে তা সমাধান করতে হবে। শিক্ষক পরিষদ গঠন করে সকলে একত্রে বসে সমস্যাগুলো চিহ্নিত করুন এবং আমাকে লিখিত ভাবে জানান। কলেজে শিক্ষার্থী বৃদ্ধি, নিয়মিত পাঠদান, পাশের হার বৃদ্ধি করুন। তাহলে এই কলেজটি স্মার্ট কলেজ হিসেবে তৈরি হবে।