রাজবাড়ীর ডা: আবুল হোসেন কলেজ রোভার স্কাউট গ্রুপের দুইদিন ব্যাপী বার্ষিক তাবুবাস ও দীক্ষা দান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা জানুয়ারী ) সকাল ৯টায় ডা: আবুল হোসেন কলেজ মাঠে আয়োজিত এ কার্যক্রমে ২২জন রোভার সহচর দীক্ষা গ্রহণ করেন।
দীক্ষা প্রদান করেন ডা: আবুল হোসেন কলেজ রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার একেএম সাইফুল ইসলাম ও গাল-ইন-রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার ইয়াসমিন আক্তার প্রিয়া।
এর আগে গত ৩১ শে ডিসেম্বর সকাল ১০টায় ডা: আবুল হোসেন কলেজ মাঠে রোভার স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এ কার্যক্রমে বাংলাদেশ স্কাউট’র গাল-ইন-স্কাউটিং বিভাগের উপ-কমিটির যুগ্ম আহবায়ক নুরুন নাহার রুপা, জেলা রোভারে সাবেক সিনিয়র রোভার মেট প্রতিনিধি রাকিবুল ইসলাম, কলেজের সিনিয়র রোভার মেট সাইদুল ইমলাম, রোভার মেট মো: সিয়াম রহমান অনিক ও ছিনথিয়া, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট গ্রুপের এসআরএম মো: আলামিন মোল্লা, সাবেক এসআরএম রুপক আহম্মেদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, উদ্ধোধনের পর রোভার সহচর সদস্যদের স্কাউটিং বিষয়ক বিভিন্ন সেশন, দড়ির কাজ, হাইকিং, অভিনয় ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। দিন শেষে রাতে স্কাউট অন, তাবু জলসা, আত্মশুদ্ধি করানো হয়। এরপর ১লা জানুয়ারি ২০২৫ সকালে সকালে বিপি পিটির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয় এবং পরে রোভার সহচরদের দীক্ষা প্রদান করা হয়।
এরপর নবাগত রোভার স্কাউট সদস্য ও প্রতিনিধিরা কলেজ চত্ত্বরে স্থাপিত কলেজ প্রতিষ্ঠাতা দানবীর ডা: আবুল হোসেন’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।