রাজবাড়ীর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ও প্রত্যয় স্কুলের প্রতিবন্ধী শিশুদের মাঝে ২শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠের পাশে বিদ্যালয়ে দুটিতে এ শীতবস্ত্র কম্বল বিতরণের আয়োজন করে জেলা প্রশাসন।
দুটি বিদ্যালয়ের প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। তীব্র শীতে শীতবস্ত্র (কম্বল) পেয়ে বিদ্যালয়ের প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত প্রতিটি শিশুর মুখে যেন হাসি ফুটেছে।
এসময় সহকারী কমিশনার (নেজারত শাখা) নাহিদ আহমেদ, সহকারী কমিশনার মোঃ পলাশ উদ্দিন, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা দাস, প্রত্যয় স্কুলের প্রধান শিক্ষক শ্যামলী নিয়গী উপস্থিত ছিলেন।
জানা গেছে, রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শীতার্থদের বাড়ীতে শীত বস্ত্র (কম্বল) পৌছে দিচ্ছেন এ জেলা প্রশাসক। এখন পর্যন্ত এ বছর রাজবাড়ীর জেলা প্রশাসক ২৬৮০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন।