রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক বলেছেন, ইচ্ছে পূরণ না হলেও জীবন ব্যর্থ নয়, একজন শিক্ষার্থীর মেধা, শ্রম ও অধ্যবসায় তার কর্মের শীর্ষস্থানে পৌছে দিবে। কোনো কাজে সাফল্য লাভের জন্য বারবার চেষ্টা করতে হয়।প্রযুক্তির আসক্তি থেকে শিক্ষার্থীদের খেলাধুলায় ফিরিয়ে আনতে হবে। একজন শিক্ষার্থী মাঠে খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে।
মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার ঐতিহ্যবাহী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, বর্তমান সময়ে শহরাঞ্চলে খেলার মাঠ দিনে দিনে কমছে। যেই দু-একটি মাঠ আছে সেগুলোও ময়লার ভাগাড়ে পরিণত। এরপরও যে মাঠগুলো অবশিষ্ট থাকছে, সেগুলোতেও আজ খেলা চলছে না। ক্রীড়াবিমুখ হয়ে যাচ্ছে নতুন প্রজন্ম! নতুন প্রজন্ম খেলাধুলা থেকে দূরে সরে যাওয়ার কারণে তাদের মধ্যে বাড়ছে শারীরিক অসুস্থতা, মানসিক বিষণ্নতা, হতাশা। এভাবে একটি প্রজন্ম আজ দেশের ভবিষ্যেক শঙ্কায় ফেলেছে! এই নতুন প্রজন্মই একদিন দেশ চালাবে! অনাগত হুমকি বিবেচনায় নিয়ে সুপথে আনতে হবে এই শিশু-কিশোর ও তরুণদের। তার জন্য প্রথম উদ্যোগই হোক তাদেরকে খেলার মাঠে ফেরানো।
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী অফিসার হাবিবুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সূদন সাহা, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মোঃ আব্দুর রহিম মোল্লা, অভিভাবক সদস্য মোঃ শাহজাহান সহ প্রমুখ।
বিদ্যালয়ের ল্যাব অপারেটর মল্লিকা হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রণব কুমার প্রামানিক, সহকারী শিক্ষক মোঃ হাফিজুর রহমান, সহকারী শিক্ষক প্রতাপ কুমার মন্ডল, নবম শ্রেণীর ছাত্রী আয়েশা সিদ্দিকা।
আলোচনা সভা শেষে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে অতিথিবৃন্দ, অভিভাবক সহ শিক্ষার্থীরা।