‘এসো মিলি নাড়ির টানে, এসো মিলি শেকড়ের সন্ধানে’ এই প্রতিপাদ্যকে তুলে ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ঐতিহ্যবাহী বহরপুর উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ ১৯৮৮ এর ঈদ পূর্ণমিলনী ও শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩রা এপ্রিল) দুপুরে বালিয়াকান্দি উপজেলার বহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ ১৯৮৮ সালের শিক্ষার্থীবৃন্দরা।
আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তণ সহকারী শিক্ষক মোঃ কাসেদ আলী মোল্লা, বাবু গোপাল চন্দ্র দাস, মোঃ মজিবর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা শেষে বিদ্যালয়ের প্রাক্তণ সহকারী শিক্ষকের হাতে সংবর্ধনা ক্রেষ্ট তুলে দেয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বহরপুর উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ১৯৮৮ ব্যাচের ছাত্র মোঃ শাহজাহান মন্ডল, মোঃ কামাল হোসেন ও বিপ্লব কুমার পাল।
এসময় বিদ্যালয় অপর প্রাক্তণ সহকারী বাবু গোবিন্দ চন্দ্র মৈত্র ও মাওলানা মোঃ রুহুল আমিন শারিরীক অসুস্থতার কারণে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ ১৯৮৮ এর শিক্ষার্থীরা বাড়ীতে গিয়ে পৌছে দেয়।
দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম পর্বে বিদ্যালয়ের ১৯৮৮ সালের এস.এস.সি ব্যাচের শিক্ষার্থীদের পরিচয় প্রাক্তণ শিক্ষকদের সংবর্ধনা ও মধ্যান্যভোজ আয়োজন করা হয়।
এরপর অনুষ্ঠানে এস.এস.সি ব্যাচ ১৯৮৮ এর মোঃ রবিউল ইসলাম, মোঃ কামাল হোসেন, মোঃ আল মামুন, মোঃ বিল্লাহ হোসেন, মোঃ চাদ আলী, মোঃ মোস্তাফিজুর রহমান রিপন, মোঃ আবুল কালাম আজাদ, আসলাম শেখ, সিরাজুল ইসলাম, ডা. দিলীপ সরকার, হাজী শাহজাহান, মোকছেদ মোল্লা, মোঃ আলাউদ্দিন মল্লিক, মোঃ শাহজাহান, মোঃ শাহজাহান বিশ্বাস, মোঃ আসাদুজ্জামান রাজু, মোঃ মাছুম শেখ, মোঃ ফরিদ হোসেন, বিপ্লব মজুমদার, গোলাম মোস্তফা, গোলাম মোর্তজা, মোঃ মুরাদুল ইসলাম, হুমায়ন কবির, এ্যাডঃ আবুল বাসার শরিফ, ইছহাত শেখ, মোস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, গোলাম মোঃ বাবলু, রবিউল ইসলাম নউল, তাপস সাহা, কাজী রেজাউল হাসান, রেহানা পারভীন, নমিতা সাহা, পূর্ণিমা সাহা, রাবেয়া খাতুন, পারুল আক্তার, আনোয়ারা আক্তার, তাপসী কুন্ডু, আল্পনা মোদক, ডাঃ বিল্লাল হোসেন, মোঃ টুটুল শেখ, চাম্পা খাতুন, লাতিফা বেগম, সেলিনা খাতুনের অংশ গ্রহণ ও স্কুল জীবনের পুরনো স্মৃতি তুলে ধরে আলোচনা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনব্যাপী এ কার্যক্রমের সমাপ্তি হয়।