রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী লোকাল যাত্রীবাহী বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ৩ জন নিহত হয়েছে। এ দূর্ঘটনায় অন্তত যাত্রীবাহী বাস ও ট্রাকের ৫জন আহত হয়।
শুক্রবার (২রা আগষ্ট) সকাল ৮টায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে।
দূর্ঘটনায় নিহতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা বিএম নাজিম উদ্দিন (৫০) ও কুষ্টিয়ার মিরপুর থানাধীন মহদিপুর গ্রামের মো. ইমারুল ইসলামের ছেলে ট্রাকের হেলপার মো. সাকিব ইসলাম (১৮)। এ ঘটনায় এখন পর্যন্ত অজ্ঞাত নিহত বাস যাত্রী পুরুষ (৪০) এর পরিচয় মেলেনি।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী যাত্রীবাহী লোকাল বাস আমানত শাহ (ঢাকা মেট্টো-ব-১১-৮১৬৭) রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে ঢাকা থেকে আসা কুষ্টিয়া গামী সিমেন্ট বোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট- ১১-৩০২১) টি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায় ও বাসটিও রাস্তার পাশে হেলে পড়ে একটি দোকানে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই বাসের চালক নিহত হন। এ ঘটনায় গুরুত্ব আহত হয় ট্রাকের হেলপার, চালক সহ বেশ কয়েকজন বাসের যাত্রীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়।
রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন বলেন, দূর্ঘটনায় অজ্ঞাত পুরুষ(৪০) হাসপাতালের নিয়ে আসার আগেই মারা গেছে। এছাড়া বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার মো. সাকিব ইসলাম (১৮) রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বর্তমানে হাসপাতালে ট্রাক চালক আ: সালাম(৩০) চিকিৎসাধীন রয়েছে। অন্য দুই বাস যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
জানা গেছে, এ দুর্ঘটনায় বাসযাত্রী বিএম নাজিম উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, ‘বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।