রাজবাড়ীতে যথাযথভাবে ট্রাফিক আইন মেনে মাথায় হেলমেট ব্যবহার করে সড়কে মোটরসাইকেল চালানোর জন্য চালক ও আরোহীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবাগত পুলিশ সুপার শামিমা পারভীন।
বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় ‘নো হেলমেট, নো বাইক ড্রাইভিং’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী শহরের বড়পুল চার রাস্তার মোড়ে জেলা ট্রাফিক পুলিশ এ সচেতনতামুলক কর্মসূচির আয়োজন করে।
এ কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার শামীমা পারভীন। এসময় তিনি ট্রাফিক আইন যথাযথ মেনে মাথায় হেলমেট পড়ে মোটরসাইকেল চালানোর জন্য চালকদের আহবান জানান।
এ কার্যক্রমের সার্বিক সহায়তা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ীর সমন্বয়ক, ডা: আবুল হোসেন কলেজ ও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের রোভার গ্রুপের সদস্যরা।
উদ্ধোধন শেষে নবাগত পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানো রাষ্ট্রীয় অপরাধ। মোটরসাইকেল চালকদের অবশ্যই হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালাতে হবে। এতে দুর্ঘটনার কবল থেকে মোটরসাইকেল চালকরা সুরক্ষায় থাকবেন এবং তিনি বেঁচে থাকলে তার পরিবারটি নিরাপদ থাকবে।
তিনি আরো বলেন, আজকের এ কার্যক্রমের সাথে স্বতঃস্ফূর্ত ভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা ছিলো। আমরা প্রাথমিক পর্যায়ে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের সচেতন করছি। পরবর্তিতে আইন প্রয়োগ শুরু করবো।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখারুল আলম (প্রধান), জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পাল সহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।