ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বালিয়াকান্দির বহরপুর উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ব্যাচ ১৯৮৮ এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত Logo রাজবাড়ী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo বালিয়াকান্দিতে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল Logo রাজবাড়ীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল Logo শহীদওহাবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo আগামী নির্বাচনে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে-এ্যাডঃ আসলাম মিয়া Logo রামকান্তপুর ইউনিয়নে ১১০১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo বানিবহ ইউনিয়নে ১১৬৭টি দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ Logo রামকান্তপুর ইউপি’র মাটিপাড়া বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

রাজবাড়ীতে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই, আহত এসআই

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা করে এক মাদক মামলার আসামিকে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান আহত হয়েছেন। পরে বিশেষ অভিযান চালিয়ে এ ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাঁধা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাজীবাঁধা এলাকার মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩১০ পিস ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে আটক করে। পরে গাড়িতে তোলার সময় তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। তোপের মুখে পুলিশের সদস্যরা ফরিদের হাতের হাতকড়া খুলে দিতে বাধ্য হন। এসময় বাঁশ দিয়ে পিটিয়ে এসআই ওয়াহিদুল হাসানকে আহত করা হয়।

পরবর্তীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। আটককৃতরা হলেন, মাদক বিক্রেতা মো. ফরিদ শেখের ভাই আবুল কালাম আজাদ ওরফে পিনু শেখ (৪৭), স্ত্রী সেফালী বেগম (৪৩), ভাই মিন্টু শেখ (৫৫), ইদ্রিস শেখের স্ত্রী নাসিমা বেগম (৩৫), রফিক শেখের স্ত্রী শিমু বেগম(২০) ও মৃত আবুল হোসেনের স্ত্রী সোহাগী বেগম (২৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, ‘ফরিদকে মাদকসহ হাতেনাতে আটকের পর তার পরিবারের নারী ও পুরুষ সদস্যরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের এসআই ওয়াহিদুল হাসান আহত হন। তিনি রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, ‘ফরিদ শেখ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজবাড়ী সহ বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা চলমান রয়েছে। পুলিশের সরকারি কাজে বাধা, আক্রমণ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক ফরিদ ও তার স্ত্রীকে ধরতে অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :

বালিয়াকান্দির বহরপুর উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ব্যাচ ১৯৮৮ এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

রাজবাড়ীতে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই, আহত এসআই

আপডেট সময় ০৮:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা করে এক মাদক মামলার আসামিকে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান আহত হয়েছেন। পরে বিশেষ অভিযান চালিয়ে এ ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাঁধা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাজীবাঁধা এলাকার মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩১০ পিস ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে আটক করে। পরে গাড়িতে তোলার সময় তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। তোপের মুখে পুলিশের সদস্যরা ফরিদের হাতের হাতকড়া খুলে দিতে বাধ্য হন। এসময় বাঁশ দিয়ে পিটিয়ে এসআই ওয়াহিদুল হাসানকে আহত করা হয়।

পরবর্তীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। আটককৃতরা হলেন, মাদক বিক্রেতা মো. ফরিদ শেখের ভাই আবুল কালাম আজাদ ওরফে পিনু শেখ (৪৭), স্ত্রী সেফালী বেগম (৪৩), ভাই মিন্টু শেখ (৫৫), ইদ্রিস শেখের স্ত্রী নাসিমা বেগম (৩৫), রফিক শেখের স্ত্রী শিমু বেগম(২০) ও মৃত আবুল হোসেনের স্ত্রী সোহাগী বেগম (২৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, ‘ফরিদকে মাদকসহ হাতেনাতে আটকের পর তার পরিবারের নারী ও পুরুষ সদস্যরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের এসআই ওয়াহিদুল হাসান আহত হন। তিনি রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, ‘ফরিদ শেখ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজবাড়ী সহ বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা চলমান রয়েছে। পুলিশের সরকারি কাজে বাধা, আক্রমণ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক ফরিদ ও তার স্ত্রীকে ধরতে অভিযান অব্যাহত আছে।