রাজবাড়ীর কালুখালী উপজেলাতে পুকুরের পানিতে সাঁতার শিখতে গিয়ে মো: মিতুল (১৩) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার(২১শে আগষ্ট) বেলা ১১রটার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের খামারবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত মিতুল খামারবাড়ি গ্রামের মোঃ জিয়াউর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শারীরিক প্রতিবন্ধী মিতুল তার মায়ের সাথে বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। সে সাঁতার শেখার জন্য পুকুরের ঘাট ধরে পানিতে সাঁতার কাটতে থাকে। সাঁতার কাটার এক পর্যায়ে সে পানিয়ে ডুবে যায়।
পরে পরিবারের সদস্যরা পুকুরে অনেক খোজাখোজির পর মিতুলকে উদ্ধার করে এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কালুখালী থানার এস.আই প্রদীপ কুমার বলেন, ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশের একটি ফোর্স ঘটনা স্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।