রাজবাড়ী পাংশা উপজেলায় মৈশালা বড়গাছি বাস ষ্ট্যান্ড এলাকায় সামাজিক সংগঠন ‘সূর্য সংগঠন’র শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ই অক্টোবর) বিকালে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এ সামাজিক সংগঠনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি জিএস রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা।
পাংশা উপজেলা বিএনপি’র সাবেক সদস্য মো: আনছার আলী বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক ও সভাপতি এবং সাবেক অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা পৌর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক শওকত আলী সরদার, জেলা বিএনপি’র অন্যতম নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী মো: মুজাহিদুল ইসলাম, পাংশা উপজেলা যুবদলের আহব্বায়ক মো: আরিফুল ইসলাম, সদস্য সচিব মো: সেলিম সরদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান জিয়া সহ প্রমুখ।