রাজবাড়ীর কালুখালী উপজেলায় সামাজাকি সংগঠন জাগ্রত তরুন সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র ও ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ই ডিসেম্বর) বিকালে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন জাগ্রত তরুন সোসাইটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এম সাফায়েত হোসেন।
জাগ্রত তরুণ সোসাইটি’র সভাপতি ইঞ্জিনিয়ার ফাহিম ফয়সাল আদরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদাপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক হাজী আবদুল গফুর, দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন খাজা, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হালিম সরদার, মদাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবু মদন কুমার প্রামানিক, প্রধান শিক্ষক আব্দুল জলিল, সহকারী শিক্ষক সাইদ ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জুলু, ওবায়দুল কবির কুন্নু, সাইফুল ইসলাম সহ প্রমুখ।
জাগ্রত তরুণ সোসাইটি’র সাংগঠনিক সম্পাদক রবিন মাহমুদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শেখ, কোষাধ্যক্ষ তারিকুল মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক হাসিম সরদার, দপ্তর সম্পাদক তৌসিক, পিয়াল তৌহিদ, বাদশা, রবিউল সরদার, ইশানুর হাসান, জাবের সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।