রাজবাড়ীর পাংশায় উপজেলায় দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি নিপীড়ন ও শিশু ধর্ষণ ক্রমাগত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১০ই মার্চ) দুপুরে পাংশা মডেল থানা মোড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো: শরিফুল ইসলাম, পাংশা উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মাসুম খান, সদস্য সচিব মনিরুজ্জামান, নেতা মামুন অর রশিদ, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি রাকিব হাসান, যুব অধিকার পরিষদের নেতা সেলিম রেজা ও রাজবাড়ী জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলম প্রমূখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন, দেশে ধর্ষণের ঘটনা ক্রমাগত বাড়ছে। শিশু থেকে বৃদ্ধা কেউই রেহাই পাচ্ছে না। আমরা এমন একটি দেশ চাই, যেখানে কোনো ধর্ষক মুক্তভাবে ঘুরে বেড়াতে পারবে না। প্রতিটি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।