রাজবাড়ীর কালুখালী উপজেলাতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকাল ১০ টায় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
শিশুদের ক্যাপসুল খাইয়ে এ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ বছরে কালুখালী উপজেলায় এক যোগে ১৬৯ টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে । কেন্দ্রগুলোতে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৯ হাজার ১৪ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১৯ হাজার ৮ শত ২৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাসের শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।