ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

২ মাথা, ৩ কান, ৪ চোখওয়ালা বিষ্ময় বাছুরের জন্ম

রাজশাহী দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দীগ্রাম এলাকায় দুটি মাথা নিয়ে জন্ম নিয়েছে একটি বাছুর। এ ছাড়া বাছুরটির মুখ দুইটি, কান তিনটি এবং চোখ রয়েছে চারটি।

রবিবার (৪ঠা মে) সকাল ৯ টার দিকে নান্দীগ্রাম হিন্দুপাড়ার যোগেশ্বর সন্ন্যাসীর ছেলে জ্যোতিষ সন্ন্যাসীর গাভী জন্ম দেয় এমন বাছুর। এ খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাভীর মালিকের বাড়িতে বাছুরটিকে দেখতে উৎসুক জনতার ভিড় শুরু হয়।

‎গাভীর মালিক জ্যোতিষ সন্ন্যাসী বলেন, বিশেষ ধরনের এই বাছুরটির একটি মাথায় দুটি মুখ রয়েছে, যার দুদিক থেকেই বাছুরটি খাবার খেতে পারে। তবে বাছুরটি প্রসব হওয়ার পর থেকে এখনও উঠে দাঁড়াতে পারছেনা। এ ছাড়া বাছুরটি তার মায়ের দুধ একা একা পান করতে পারছেনা।

‎দুর্গাপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস বলেন, সাধারনত জেনেটিক্যাল ডিফেক্ট এর কারণে গাভীর এমন ত্রুটিপূর্ণ বাচ্চার জন্ম হয়। যেহেতু বাচ্চাটি খাচ্ছে আসা করছি দ্রুত সার্ভে করবে।

এছাড়াও ভিটামিনসহ সকল ধরনের ঔষধ আমরা দিয়ে যাচ্ছি। তবে গাভীর বাচ্চাটি যাতে সুস্থ্য থাকে সেজন্য আমাদের পক্ষ থেকে সকল ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে।

ট্যাগস :

এক গুচ্ছ কদম হাতে

২ মাথা, ৩ কান, ৪ চোখওয়ালা বিষ্ময় বাছুরের জন্ম

আপডেট সময় ০৯:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

রাজশাহী দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দীগ্রাম এলাকায় দুটি মাথা নিয়ে জন্ম নিয়েছে একটি বাছুর। এ ছাড়া বাছুরটির মুখ দুইটি, কান তিনটি এবং চোখ রয়েছে চারটি।

রবিবার (৪ঠা মে) সকাল ৯ টার দিকে নান্দীগ্রাম হিন্দুপাড়ার যোগেশ্বর সন্ন্যাসীর ছেলে জ্যোতিষ সন্ন্যাসীর গাভী জন্ম দেয় এমন বাছুর। এ খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাভীর মালিকের বাড়িতে বাছুরটিকে দেখতে উৎসুক জনতার ভিড় শুরু হয়।

‎গাভীর মালিক জ্যোতিষ সন্ন্যাসী বলেন, বিশেষ ধরনের এই বাছুরটির একটি মাথায় দুটি মুখ রয়েছে, যার দুদিক থেকেই বাছুরটি খাবার খেতে পারে। তবে বাছুরটি প্রসব হওয়ার পর থেকে এখনও উঠে দাঁড়াতে পারছেনা। এ ছাড়া বাছুরটি তার মায়ের দুধ একা একা পান করতে পারছেনা।

‎দুর্গাপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস বলেন, সাধারনত জেনেটিক্যাল ডিফেক্ট এর কারণে গাভীর এমন ত্রুটিপূর্ণ বাচ্চার জন্ম হয়। যেহেতু বাচ্চাটি খাচ্ছে আসা করছি দ্রুত সার্ভে করবে।

এছাড়াও ভিটামিনসহ সকল ধরনের ঔষধ আমরা দিয়ে যাচ্ছি। তবে গাভীর বাচ্চাটি যাতে সুস্থ্য থাকে সেজন্য আমাদের পক্ষ থেকে সকল ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে।