জনগণের অংশ গ্রহণ, নিশ্চিত করবে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদে ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫শে মে) সকাল সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ বাজেট সভার আয়োজন করা হয়।
সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আশিকুর রহমান এর সভাপতিত্বে ইউনিয়নের ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো: জহির উদ্দিন।
জানা গেছে, সুলতানপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের মোট আয় ১ কোটি ৩৩ লক্ষ ৯ হাজার ৮৭২ টাকা ও মোট ব্যয় ১ কোটি ৩২ লক্ষ ৮৮ হাজার ৮৪৬ টাকা ধরা হয়েছে। এতে উদ্ধৃত থাকবে ১লক্ষ ৬ হাজার ৪০৪ টাকা।
এসময় সুলতানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: নজরুল ইসলাম মোল্লা, যুবদল নেতা মো: মামুন শেখ, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোছা: আকলিমা বেগম, মোছা: জাহানারা বেগম, মোছা: রেহেনা বেগম, সদস্য মো: বাকাউল হোসেন, মো: জাহিদ প্রামানিক, মো: জাহিদ প্রামানিক, মো: আ: ছালাম শেখ, মো: আবুল কালাম মোল্লা, মো: আবুল বাশার, মো: আমজাদ বিশ্বাস, মো: ফরহাদ শেখ, মো: ওহাব মোল্লা, মো: সাইফুল ইসলাম সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।