জনগণের অংশ গ্রহণ, নিশ্চিত করবে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদে ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত খসড়া বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮শে মে) বিকাল ৪টায় সদর উপজেলার গানগঞ্জ ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ বাজেট সভার আয়োজন করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও খানগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক শ্যামল কুমার বিশ্বাস সভাপতিত্বে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো: এনামুল হাসান।
জানা গেছে, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের মোট আয় ১ কোটি ২৮ লক্ষ ১হাজার ৪৮০ টাকা ও মোট ব্যয় ১ কোটি ২৬ লক্ষ ৭৬ হাজার ৬৯৩ টাকা ধরা হয়েছে। এতে উদ্ধৃত থাকবে ১লক্ষ ২৪ হাজার ৭৮৭ টাকা।
এসময় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোছা: চামিলী আক্তার, তানিয়া আক্তার, রাশিদা বেগম, সদস্য মো: মোকসেদ আলী শেখ, মো: আকরাম হোসেন আকমল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মিজান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মাহাদী হাসান, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।