ঈদুল আযাহা উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় ২০৪১টি পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ শে মে) সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়।
এ কার্যক্রমের উদ্ধোধন করেন রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: জনি খান। এসময় ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন রাজবাড়ী সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
চাল বিতরণ কালে মিজানপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ সিরাজুর রহমান, প্যানেল চেয়ারম্যান মো: প্লবান আলী, সদস্য মো: দুলাল ফকির, মো: আকবর হোসেন, মো: কুরবান আলি, সংরক্ষিত মহিলা সদস্য মোছা: আছিয়া বেগম, মোছা: রাশিদা বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।