আসন্ন পবিত্র ঈদুল আযাহা উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে হত দরিদ্র, অসহায় ১৭১০টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪শে মে) সকাল ৯টায় সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ কার্যক্রমের উদ্ধোধন করেন বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেন সরদার। এসময় প্রত্যেক পরিবারের হাতে বিনামূল্যে ১০কেজি করে চাল তুলে দেয়া হয়।
চাল বিতরণ কালে ইউনিয়নের ট্যাগ অফিসার সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: আব্দুল গফুর, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সাত্তার মোল্যা, প্যানেল চেয়ারম্যান মো: শাহাবুদ্দিন মিয়া সেলিম, সদস্য মো: শহিদুল ইসলাম বেপারী, মো: জাহিদ শেখ, মো: আক্কাস আলী মোল্লা, মো: রায়হান খান প্রমুখ।
বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেন সরদার বলেন, প্রতিবছরের ন্যায় এবারো পবিত্র কোরবানীর ঈদ উপলক্ষ্যে সরকারের ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ’র চাল সুন্দর ও সুষ্ঠ ভাবে বিতরণ করা হচ্ছে। ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ১৭১০ জনের প্রত্যেকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।