রাজবাড়ীতে এতিম, অসহায়, দু:স্থ ও দরিদ্র ২৭জন হাফিজিয়া শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শিক্ষার আলো ছড়াতে হাফেজ বৃত্তি প্রোগ্রামের নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১লা জুন) বিকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সভা কক্ষে এ অর্থ বিতরণের আয়োজন করে আল খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও হাফেজ শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার মারিয়া হক। এসময় তিনি ২৭জন হাফেজ শিক্ষার্থীকে ৬মাস অন্তর ১২হাজার টাকা প্রদান করেন।
আল খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ’র সিনিয়র প্রোগ্রাম অফিসার মো: কাউছার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো: মাসুম বিল্লাহ, মো: মাহমুদুল হাসান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলায় ২৭জন ও কালুখালী উপজেলাতে ৩০জনের প্রত্যেককে ১২হাজার টাকা প্রদান করা হয়।
রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার মারিয়া হক বলেন, আল-খায়ের ফাউন্ডেশনের এ ধরনের মহতী উদ্যোগকে স্বাগত জানাই। এধরনের কাজের প্রসার ঘটাতে উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে।
উল্লেখ্য যে, গত ২০২১ সালে থেকে অদ্যবদী পর্যন্ত আল খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে ইতিপূর্বে জরুরী খাদ্য সহায়তা, সুপেয় পানির সংস্থান, গৃহনির্মাণ, দূর্গতদের খাদ্য সহায়তা, শীতবস্ত্র বিতরণ, রমজান ও কোরবানিতে বিশেষ ঈদ উপহার, মসজিদ নির্মাণ, সেলাই মেশিন বিতরণ, হুইল চেয়ার বিতরণ, যৌতুক বিহীন বিয়ে, শিক্ষা, স্বাস্থ্য সহ নানাবিধ কার্যক্রম দেশের ২৮টি জেলায় ৭০টি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে।