‘রাখবো চারপাশ পরিষ্কার, করবো ডেঙ্গু প্রতিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর ডা: আবুল হোসেন কলেজের শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭ই অক্টোবর) বেলা ১২টায় ডা: আবুল হোসেন কলেজে চতুর্থ তলায় ডা: নাজমুল হোসেন অডিটোরিয়াম রুমে এসভার আয়োজন করে রাজবাড়ীর মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ।
মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির’র সভাপতিত্বে সচেতনামুলক সভায় প্রধান অতিথি ডা: আবুল হোসেন কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) চৌধুরী আহসানুল করিম হিটু।
মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে শিক্ষার্থীদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন রাজবাড়ীর প্রাক্তন সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস।
এসময় মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের উপদেষ্টা প্রাক্তন জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, সংগঠনের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক কবি ইউসুফ বাশার আকাশ সহ কলেজের শিক্ষক মন্ডলী ও প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।