রাজবাড়ীতে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২শে মার্চ) বিকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির।
মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম রাজু সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, সহ-সভাপতি আবু মুসা বিশ্বাস, কার্য নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক এম দেলোয়ার হোসেন, উদীচী শিল্পগোষ্ঠি’র সাধারণ সম্পাদক সাংবাদিক এজাজ আহম্মেদ, আলিমুজ্জামান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
এসময় অতিথি হিসেবে অংকুর স্কুলের সিনিয়র শিক্ষক শেখ আব্দুর রউফ হিটু, কলেজ শাখার তত্ত্বাবধায়ক মো: রফিকুল ইসলাম, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের অর্থ সম্পাদক অজয় দাস তালুকদার, কবি ফারহানা মিনি, কবি তাহমিনা মুন্নি, কবি সাহেদ মুসতার, সিনিয়র সদস্য হাফিজুর রহমান, আরডিএ’র সভাপতি ফারুক উদ্দিন, কবি খোকন মাহমুদ প্রমুখ অংশ গ্রহণ করেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া পরিচালনা করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সহ-সভাপতি শাহ মুস্তবা রশিদ আল কামাল।