‘যেথায় থাকুক যে যেখানে, বাঁধন থাকুক প্রাণে প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন(আরইউএএআর) উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩শে মার্চ) বিকালে রাজবাড়ী পৌরসভার ২য় তলার সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আঃ সালাম মন্ডলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা আবু মুসা বিশ্বাস।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক ড. মতিয়ার রহমান, এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ একেএম ইকরামুল করিম, সদস্য সচিব চৌধুরী আহসানুল করিম হিটু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এসোসিয়েশনের অর্থ সম্পাদক এ্যাড: মোস্তফা কবীর, নির্বাহী সদস্য মোঃ রাজ্জাকুল আলম, মনজুর রহমান মিয়া, শাহনাজ পারভীন, মোঃ হাবিবুর রহমান সরদার, কল্লোল কুন্ডু, মোঃ মাসুদ চৌধুরী, মনিরুজ্জামান, সাজ্জাদ হোসেন, কৃষ্ণা সাহা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ইফতারের পূর্ব মুহুর্তে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন সরকারি রাজেন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মতিয়ার রহমান।
উল্লেখ্য যে, আগামী ঈদ-উল-আযাহা পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভ্রমনের লক্ষ্যে আলোচনা করা হয়।